অন্যান্য

চট্টগ্রামের ইপিজেডে প্রথম দিনে করোনার টিকা পেল ৩৩’শ শ্রমিক

চট্টগ্রামের ইপিজেডে প্রথম দিনে করোনার টিকা পেল ৩৩’শ শ্রমিক

ইপিজেডের শ্রমিকদের টিকাদান কার্যক্রমের প্রথমদিনে চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের প্রায় ৩৩০০ শ্রমিককে সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।।

শনিবার(২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম ইপিজেড কর্তৃপক্ষ।

বাংলাদেশি প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের কারখানায় টিকা দেয়ার মাধ্যমে চট্টগ্রাম ইপিজেডে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, আপাতত শুধু কর্মরত বাংলাদেশিদের টিকার আওতায় আনা হচ্ছে। বিদেশিদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ বলেন, ‘আমাদের মেডিক্যাল সেন্টারে টিকার নিবন্ধন থাকা শ্রমিকদের টিকা প্রদান করা হবে। এ ছাড়া বড় বড় কারখানাগুলোতে গিয়েও টিকা দেওয়া হবে শ্রমিকদের। প্রথম দিনে চট্টগ্রাম ইপিজেডে ২ হাজার এবং কর্ণফুলী ইপিজেডে ১ হাজার ৩০০ শ্রমিককে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

আজ রবিবার কোরিয়ান মালিকানাধীন ইয়াংওয়ানের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের টিকা দেওয়া হবে বলে জানান জানান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রাম ইপিজেডে চালু থাকা ১৫১টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার এবং কর্ণফুলী ইপিজেডে ৫০টি প্রতিষ্ঠানে ৮০ হাজার শ্রমিক কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে সর্বমোট ২০১টি প্রতিষ্ঠান রয়েছে। ২০১ প্রতিষ্ঠানে টিকার চাহিদা রয়েছে ২ লাখ ৩৫ হাজার। গতকাল শনিবার পর্যন্ত টিকা পেতে আবেদন করেছেন ৫০ হাজার শ্রমিক। এরমধ্যে ৩ হাজার শ্রমিককে টিকার আওতায় আনা হয়।

সিইপিজেডে প্রায় দুই হাজার এবং কর্ণফুলী ইপিজেডে এক হাজার শ্রমিককে টিকা দেয়া হয়েছে।

আরও সংবাদঃ চট্টগ্রামের ইপিজেডে প্রথম দিনে করোনার টিকা পেল ৩৩’শ শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *