অন্যান্য

তীব্র তাপদাহে কানাডায় মৃ’ ত্যু ৭০ জনের

তীব্র তাপদাহে কানাডায় মৃ’ ত্যু ৭০ জনের

কানাডায় তীব্র তাপদাহে কমপক্ষে ৭০ জনের মৃ’ ত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে সোমবার থেকে লিপিবদ্ধ করা হচ্ছে এ প্রাণহানি।

জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজ্যটিতে মঙ্গলবারও ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে, হিট স্ট্রো’ ক এবং সংশ্লিষ্ট রো’ গে আক্রান্ত কয়েকশ’ মানুষ। নি’ হতদের বেশিরভাগই প্রবীণ কানাডিয়ান এবং কারাগারের বন্দি।আলবার্তা-সাসকাচুয়ান ও ইউকন রাজ্যেও জারি করা হয়েছে তাপদাহের সতর্কতা।

এদিকে ১৯৪০ সালের পর মার্কিন শহর পোর্টল্যান্ড ও সিয়াটল দেখছে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, ৪৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। অধিবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পানি এবং তরল খাবার গ্রহণের কথাও বলছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতামত, বৈশ্বিক উষ্ণতার প্রভাব দেখতে শুরু করেছে বিশ্বের শীতলতম দেশগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *