অন্যান্য

ঢাকা-সিলেট মহাসড়কে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু, এক নারী, এক পুরুষ রয়েছেন। অপরজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর বেগমপুরে মামুন পরিবহনের একটি বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক নিহত হন। ওসমানী হাসপাতালে আনার পথে আরেকজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। বাসটি ঢাকা থেকে সিলেট আসছিল। আর অটোরিকশাটি গোয়ালাবাজার থেকে মৌলভীবাজার যাচ্ছিল বলে জানা গেছে।

প্রতিকি

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও সাতজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মা-মেয়েসহ আরও পাঁজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *