অন্যান্য

প্রসূতি মাকে তাড়ালো হাসপাতাল, মায়া ছড়ালো আইসোলেশন সেন্টার

সন্তান প্রসব করেছেন মাত্র ৯ দিন হল। এর মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিল মায়ের। সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরে এসে নবজাতকসহ স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বামী ঘুরতে থাকলেন চট্টগ্রাম নগরীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা জানতেই কেউ দিল না চিকিৎসা। দিনভর কোথাও চিকিৎসা না পেয়ে শেষে তাদের ঠাঁই হলো হালিশহরের করোনা আইসোলেশন সেন্টারে। সেখানে ডাক্তার-নার্সদের সেবায় ৬ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রসূতি মা।

জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা বেবী খাতুন গত ১২ জুন একটি শিশুসন্তানের জন্ম দেন। এর ঠিক নয় দিনের মাথায় হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্টের তীব্রতা বাড়তে থাকলে উন্নত চিকিৎসার আশায় ২১ জুন সাতকানিয়ার কেরানীহাটের বাড়ি থেকে নবজাতককে নিয়ে স্বামীসহ তিনি চট্টগ্রাম শহরে চলে আসেন। এসেই তারা পড়ে যান আরেক বিপদে। শ্বাসকষ্টের কথা বলতেই দরজা থেকেই তাড়িয়ে দেয় হাসপাতালগুলো। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল— এভাবে ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত-বিধ্বস্ত। ওদিকে সদ্য পৃথিবীর মুখ দেখা নবজাতকটিও বাবা-মায়ের সঙ্গী হয়ে রীতিমতো দুর্বল হওয়ার অবস্থা।

এমন অবস্থায় তারা যখন ধরেই নিয়েছিলেন চিকিৎসা হয়তো আর পাবেন না, তখন হঠাৎ কেউ একজন তাদের খোঁজ দিল হালিশহর করোনা আইসোলেশন সেন্টারের। কিন্তু সেখানে তো শুধু করোনা রোগীদেরই চিকিৎসা হয়। সাহস করে তবু গেলেন তারা।

আইসোলেশন সেন্টারের অন্যতম উদ্যোক্তা ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ২১ জুন ওই মহিলার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। মা ও শিশু হাসপাতালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরেও তিনি চিকিৎসা পাননি। করোনারোগী ভেবে কেউ তাকে ভর্তি নেয়নি। রোগীর যখন এই অসহায় অবস্থা, তখন আমরা তাকে আমাদের আইসোলেশন সেন্টারে ভর্তি করি। যদিও আমাদের এই সেন্টার শুধুমাত্র কোভিড রোগীদের জন্য।’

শ্বাসকষ্টের তীব্রতা দেখার পর বিশেষ ব্যবস্থায় প্রসূতি ওই নারীর চিকিৎসা শুরু হয়— এমনটি জানিয়ে নুরুল আজিম রনি বলেন, ‘এরপর আমরা বিশেষ ব্যবস্থায় তার চিকিৎসা শুরু করি। তিনদিন ওনাকে আমরা অক্সিজেন সাপোর্টে রাখি। আরও তিনদিন পর্যবেক্ষণে রাখি। এর মধ্যে তার করোনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসায় শনিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে তাকে রিলিজ দেওয়া হয়।’

মহিলার স্বামী বললেন, ‘আমার স্ত্রী সিজারের রোগী। সামান্য শ্বাসকষ্ট ছিল তার। অনেক হাসপাতালেই ঘুরলাম। কেউ ভর্তি করায়নি। এরপর খুঁজে খুঁজে হালিশহর করোনা আইসোলেশন সেন্টারে আসলাম। এখানকার ভাইরা অনেক আন্তরিকতা দেখিয়ে ভর্তি করালেন। চিকিৎসাও দিলেন।’

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *