পূজামণ্ডপে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ৫

গতকাল ২ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের ভদোহীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সুপার ঐ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডের সময় ঐ পূজামণ্ডপে ১৫০ জনের বেশি মানুষ উপস্থিত ছিল। এতে ৩ জন শিশুসহ ৫ জন নিহত হয়, আহত হয় ৬৫ জনের বেশী।

দমকল বিভাগ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন প্রথমে পূজামণ্ডপের কাপড়, পরে তা বাঁশে থেকে ছড়িয়ে পড়ে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, একতা ক্লাবের আয়োজিত এই পূজামণ্ডপে রাত ৯.৩০ মিনিটের দিকে আগুনের সুত্রপাত ঘটে।

সুত্র জানায়, যখন আরতি হচ্ছিল তখন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment