এবার রাজশাহীতে যাত্রীবাহী বাসে ডুকে গেল বিদ্যুৎ খুঁটি, আহত ২

ফরিদপুরের পর এবার রাজশাহীতে যাত্রীবাহী একটি বাসে ডুকে গেলো বিদ্যুৎ খুঁটি। এতে ২ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, রাস্তায় বিদ্যুতের খুটি প্রতিস্থাপনের কাজ চলছে, বিদ্যুৎ শ্রমিকরা তাদের কাজের জন্য খুঁটি নিয়ে যাচ্ছিলেন, এ-সময় যাত্রীবাহী একটি বাস আসার সময় বাসের জানালার কাঁচ ভেঙে পিলারটি বাসে ভেতরে ডুকে যায়। এতে ২ জন যাত্রী আহত হয়। ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় রবিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেন নি। তারা বাস ড্রাইভার ও বিদ্যুৎ শ্রমিক নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে। এর আগে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ট্রাকে তোলার সময় সেটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *