অন্যান্য

পরীকে নিয়ে শতবর্ষী নানার আবেগঘন বক্তব্য

পরীকে নিয়ে শতবর্ষী নানার আবেগঘন বক্তব্য

চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। এসময় তার শতবর্ষী নানা শামছুল হক গাজী পরীমনিকে একনজর দেখতে চলে আসে আদালত প্রাঙ্গনে। সাংবাদিকদের বলেন, ‘কতদিন হলো তাকে দেখি না।’

পরীমনিকে মঙ্গলবার দুপুর ১২টায়  আদালতে আনা হয়। তারপর তাকে ঢোকানো হয় আদালতের গারদখানায়। ১২টা ৪৫ মিনিটে গারদখানার সামনে এসে দাঁড়ান পরিমনির নানা।

এ সময় সঙ্গে ছিলেন তিনজন আইনজীবী। আদালক প্রাঙ্গনে দাড়িয়ে নায়িকার নানা জানালেন, পরীমনির এক খালুর সঙ্গে আদালতে এসেছেন তিনি।

শামছুল হকের দাবি, তার বয়স ১১০ বছর। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ‘পরীমনি আমার কাছেই বড় হয়েছে। শেষ বয়সে আমি তার কাছেই থাকছিলাম। মেয়েটার বাপ মা কেউ নাই। আমার কাছেই বড় হয়েছে, মানুষ হয়েছে। কেউ নেই ওকে দেখার জন্য। ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। আমার নিজেরও কিছুদিন আগে অপারেশন হয়েছে। এখনও আমি অসুস্থ।  কতদিন হয়েছে তাকে দেখি না। তাই বাধ্য হয়েই একনজর দেখতে আদালতে এসেছি।’

নাতনির জামিন চান কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে আইনজীবীরা আবেদন করবেন। আশা করি, আদালত জামিন দেবেন। কথা বলার এক পর্যায়ে শামসুল হককে আদালতের ভেতরে নিয়ে যান  
পুলিশ।

এদিকে, মাদক দ্রব্য মামলায় পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে মামলার তদন্ত সংস্থা সিআইডি পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে।
এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *