অন্যান্য

নার্স শিশুসহ হাটহাজারীতে করোনা পজিটিভ আরও ৩

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও এক পরিচ্ছন্নতা কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া হাটহাজারীর সিএনজি অটোরিকশা চালকের ১২ বছরের শিশুরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

শুক্রবার (১৫ মে) তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মীরের হাট এলাকার এক শিশুও করোনা আক্রান্ত হয়েছে। ১২ বছরের ওই শিশুর বাবা সিএনজি অটোরিকশা চালক।’

জানা গেছে, কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় শুক্রবার করোনা শনাক্ত হওয়া নার্স এবং পরিচ্ছন্নতা কর্মীর জ্বর, সর্দি কাশি দেখা দেয়। ৯ মে তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। শুক্রবার (১৫ মে) তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পরপরই তাদের পৌরসভার ভাড়া বাসা লকডাউন করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া উপজেলার মীরের হাট এলাকার এক সিএনজি চালকের ১২ বছরের শিশুও করোনা আক্রান্ত হয়েছে। শিশুটি বর্তমানে তার বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বাড়িটিও লকডাউন করা হয়েছে।

তবে আক্রান্তদের শারিরীক অবস্থা ভালো আছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *