অন্যান্য

চসিকের আর্থিক অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন নতুন প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক নানা অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন নতুন প্রশাসক। বিশেষ করে আর্থিক সংকটের কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকলে দুদকের মাধ্যমে অনুসন্ধানের কথা বলছেন সুশীল সমাজ।

দায়িত্ব ছাড়ার ঠিক একদিন আগে ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের জন্য ২ হাজার ৪৩৬ কোটি টাকার বাজেট পেশ করেন বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রস্তাবিত বাজেটে ৯৪৪ কোটি টাকার উন্নয়ন ব্যয় এবং ৭৯০ কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের ব্যয় ধরা হয়েছিলো। কিন্তু তার দু’দিন পর প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়ে খোরশেদ আলম সুজন দেখেন পুরো কর্পোরেশন টাকা শূন্য।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমাকে মানসিক দৈন্যতা থেকে রক্ষা করার জন্য আমাকে কিছু আপনারা আর্থিক বরাদ্দ বা অন্য কোন রকমে সাহায্য সহযোগিতা করুন। আমরা এই সরকারের উন্নতি করতে সক্ষম হবো।’

এক সময় স্বয়ংসম্পূর্ণ সিটি কর্পোরেশন হিসাবে পরিচিতি পায় চট্টগ্রাম। উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও নেয়া হতো শিক্ষা বিস্তারসহ নানা ধরনের সেবামূলক কাজ। কিন্তু এখন তার অধিকাংশই বন্ধ হওয়ার পথে।

নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, ‘প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন করা পর্যন্ত এই অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে আছে।’

এর মধ্যে নতুন প্রশাসকের কাছে গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে নানা ধরনের উন্নয়নমূলক কাজ।

হালিশহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ না করেই কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছে ঠিকাদার। আর এই সড়কের মত চট্টগ্রামে অধিকাংশ উন্নয়ন কাজে এ ধরনের অনিয়মের অভিযোগ আনছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক।

অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, ‘দীর্ঘদিন মানুষ কাজ করেছে টাকা পায়নি। শিক্ষকরা, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা ৩০-৩৫ বছর সার্ভিস করে যাওয়ার সময় তার গ্র্যাচুইটির টাকা পায়নি।’

কর্পোরেশনের নানা অনিয়ম এবং অভিযোগের তীর সদ্য বিদায়ী মেয়র আ জ ম নাছিরের দিকে হলেও এই প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। তবে স্বচ্ছতার জন্য দুদকের মাধ্যমে তদন্তের কথা বলছেন সুশীল সমাজ।

চট্টগ্রাম সনাক সভাপতি অ্যাডভোকেট আকতার কবীর চৌধুরী বলেন, ‘সমস্ত কর্মচারীদের প্রভিডেন্ড ফাণ্ড এবং গ্র্যাচুইটির টাকা ভেঙ্গে ফেলছে, এটা খুবই নিন্দনীয়। এটা কঠোর হস্তে একাউন্ট ডিপার্টমেন্টে আনা জরুরী বলে আমরা মনে করছি।’

অন্যদিকে , টি আই বি কেন্দ্রীয় পর্ষদের সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘টাকার কর্পোরেশনে হদিস পাওয়া যাবে না তার কোন সুযোগ নেই। কারণ চেক এর মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। এখানে দুর্নীতি থাকতে পারে।’

বর্তমানে ঠিকাদারসহ বিভিন্ন সংস্থার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে এক হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। আর পাওনা টাকা না পাওয়ায় বাকিতে উন্নয়ন ও এবং সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন তারা।

source: somoynews

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *