চট্টগ্রামে পরপর দুইবার মৃদু ভূমিকম্প

চট্টগ্রামে পরপর দুইবার মৃদু ভূমিকম্প।

পরপর দুইবার চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভলকানুস ও আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্যমতে রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর একটার মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং আরেকটির ৫ দশমিক ৬।

এ ভূমিকম্প অনুভূত হয় বৃহস্পতিবার (৭ অক্টোবর)) মধ্যরাত ১২টা ৪০ মিনিটে।

একটার উৎপত্তি স্থল বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমার সীমান্তে (৫.২) এবং আরেকটার উৎপত্তি স্থল ভারতের আসাম এলাকায় (৫.৬)।

অনেকের ঘুম ভেঙ্গে গিয়েছিল আতংকে এবং ঘর থেকে বের হয়ে আসার খবরও পাওয়া গেছে।

আরও সংবাদঃ চট্টগ্রামে পরপর দুইবার মৃদু ভূমিকম্প।

Leave a Comment