চট্টগ্রামে আরেকজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও একজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব মেলা এই ব্যক্তি চট্টগ্রামে শনাক্ত হওয়া প্রথম রোগীর ছেলে। প্রথম দফায় টেস্টে করোনা পজিটিভ হওয়া ৩৫ বছর বয়স্ক ব্যক্তির নমুনা ‘রিপিট’ (পুনর্বার) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষা হওয়া বাকি ২২ জনের করোনা টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘আজ আমরা মোট ২৩টি টেস্ট করিয়েছি। এর মধ্যে ২২ জনের রেজাল্ট নেগেটিভ। একজনের পজেটিভ পাওয়া গেছে। তার নমুনা আবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া এই ব্যক্তি চট্টগ্রামে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধের ছেলে বলে নিশ্চিত করেছেন তিনি।

চট্টগ্রামের প্রথম করোনা ভাইরাস সংক্রমিত বৃদ্ধের পরিবারের ৪ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছিল আজ। এর মধ্যে বাকি তিনজনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

Leave a Comment