অন্যান্য

গার্মেন্টস খুলে দেয়ায় করোনা সংক্রমণ বাড়বেঃ স্বাস্থ্যমন্ত্রী

গার্মেন্টস খুলে দেয়ায় করোনা সংক্রমণ বাড়বেঃ স্বাস্থ্যমন্ত্রী।

চলমান কঠোর লকডাউনেও গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেয়ায় করোনার সংক্রমণ বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে রবিবার (১ আগস্ট) দুপুরে ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস শুরুর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে গিয়েছে। এসময় তারা কেউই স্বাস্থ্যবিধি মানে নি। তারা সামাজিক দূরত্ব বজায় রাখেনি। ফলে করোনার সংক্রমণ বাড়তে পারে। তিনি বলেন, জীবনের জন্য জীবিকা দরকার। তাই সরকার কে মানুষের জীবিকা নিয়েও চিন্তা করতে হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন দেশের উত্তরাঞ্চলে সংক্রমণ কম। মধ্যাঞ্চলে সংক্রমণ স্থিতিশীল আছে। পূর্বাঞ্চল তথা কুমিল্লায় বাড়ছে। কিন্তু হাসপাতালে শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই।

এসময় তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। ৭ আগষ্টের পরে টিকার ক্যাম্প করা হবে। টিকার জন্য নিবন্ধন করতে হবে না। শুধু ভোটার কার্ড দেখালে হবে। যাদের ভোটার আইডি কার্ড নেই তাদেরও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *