কর্ণফুলী টানেল: করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও বাম লাইনের কাজের সমাপ্তি

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব সত্ত্বেও কর্ণফুলী টানেল প্রকল্পের বাম লাইনের সমাপ্তি একটি “যুগান্তকারী” অর্জন করেছে।

চট্টগ্রামে প্রকল্পটি নির্মাণ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।

জানা গেছে,  শিল্ড সেকশনের দুই-টিউব এবং চার-লেন বিশিষ্ট নকশার এই কর্ণফুলী টানেল চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর অপর পাড়ের সাথে যুক্ত করবে। এই মাল্টি-লেন রোড টানেল প্রকল্পটি দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে স্থাপিত টানেল এবং চীনা কোম্পানির তৈরি প্রথম বড়-ব্যাস বিশিষ্ট নদীগর্ভস্থ টিবিএম টানেল।

প্রকল্পটির সমাপ্তি চট্টগ্রামের ট্র্যাফিকের অবস্থার ব্যাপক উন্নতি করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রচার করবে বলে সোমবার একটি গণমাধ্যম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের উন্নতির পাশাপাশি বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও অবদান রাখবে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় টানেল প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ডে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৩.৫ কিলোমিটারের কাজ উদ্বোধন করেন।

চট্টগ্রামকে “ওয়ান সিটি টু টাউন” হিসাবে রূপান্তর করতে ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে সুড়ঙ্গটি নির্মিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *