অন্যান্য

করোনায় আক্রান্তে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

দেশে বেড়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ জন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫তম স্থানে এখন বাংলাদেশ। ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা। সূত্র : সময় নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *