অন্যান্য

করোনার তৃতীয় হটস্পট চট্টগ্রাম

দেশের ঢাকা, নারায়ণগঞ্জের পর করোনার তৃতীয় হটস্পট এখন বন্দরনগরী চট্টগ্রাম। চলতি বছরের গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়। গত এক সপ্তাহে যা অস্বাভাবিকহারে বাড়তে থাকে। আক্রান্ত শনাক্ত হবার দেড়মাসের মাথায় গত এক সপ্তাহেই রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮০ শতাংশ।স্বাস্থ্য বিভাগের মতে, অবাধ যাতায়াত আর স্বাস্থ্যবিধি না মানার কারণে এ সংখ্যা বাড়ছে। এখন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যত বেশি সম্ভব নমুনা পরীক্ষা করে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করাই জরুরি। লকডাউন শিথিল হয়ে পড়েছে। খুলেছে প্রায় সব শিল্প কারখানা।

খোলা অফিসও। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সবমিলে আক্রান্ত বেড়ে যাওয়ার জন্য মোটাদাগে এসব কারণকেই বড় করে দেখছে স্বাস্থ্যবিভাগ।চট্টগ্রামের ৩টি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে গড়ে সাড়ে ৩০০ এর বেশি। আর তাই শনাক্তের সংখ্যার পরিমাণও জানা যাচ্ছে খুব বেশি।বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, অল্পসময়েই নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। তা নাহলে সংক্রমণের সংখ্যা বেড়ে যাবে। ৯০ শতাংশ রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া গেলে সংকট সামাল দেয়া সম্ভব বলেও আশাবাদ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।তথ্যানুযায়ী, চট্টগ্রাম আক্রান্তদের বেশিরভাগই শহরে যার অধিকাংশই কর্মরত পুলিশ সদস্য। এছাড়া জেলার সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ডে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সবচে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *