দেড় কোটি টাকা চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার

দেড় কোটি টাকা চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার।

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত মো. ইকবাল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিটি ব্যাংক লিমিটেডের দেড় কোটি টাকার চেক প্রতারণা করে।

বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকা থেকে রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটি ব্যাংক লিমিটেডের ঋণখেলাপির মামলায় আদালত ইকবালকে ছয় মাসের কারাদণ্ড দেন বলে জানান, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আরেকটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

আরও সংবাদঃ দেড় কোটি টাকা চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার।

Leave a Comment