নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায়, ৬ গণপরিবহন মালিক-চালককে জরিমানা

নগরীতে সরকারি নিষেধাজ্ঞা না মেনে সড়কে গণপরিবহন চালানোর দায়ে চালক-মালিককে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১৫ মে) সিটি গেইট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান এই জরিমানা আদায় করা হয়।ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সিটি গেইট এলাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, টেম্পোকে গণপরিবহনে পরিণত করে যাত্রী পরিবহনের দায়ে ৬ চালক ও মালিককে ৫ হাজার ৯শ’ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, গণপরিবহনে বলবৎ নিষেধাজ্ঞা অমান্য করে এসব যানবাহনে জনসাধারণের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্তে আনা-নেয়া করছিলেন দণ্ডপ্রাপ্ত গাড়ির চালক ও মালিকরা

Leave a Comment