অন্যান্য

নারী ও মদ নিয়ে ফুর্তির মুহুর্তে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আটক ৬

নারী এবং মদ নিয়ে দিনাজপুর জেলা পরিষদের ডাকবাংলোতে ফুর্তি ও অসামাজিক কার্যকলাপ করার দায়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য এবং ইউপি সদস্যসহ ৬ জনকে আটক করেছে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ।

এই ঘটনায় তাদের মধ্যে জনপ্রতিনিধিসহ ৪ জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন করার অপরাধে এবং ২ জন নারীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর জেলা পরিষদের ডাকবাংলো থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলার নতুনবাজার এলাকার মৃত. দেলোয়ার হোসেনের ছেলে সফিকুর রায়হান (৪৮), জেলা পরিষদের সদস্য ও চিরিরবন্দর উপজেলার থানাপাড়া এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে মোস্তাফিজুর রহমান ফিজার(৪৬), চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য ও মহাদানী গ্রামের ইদ্রিস আলীর ছেলে মহির উদ্দিন কাশেম (৩৩) এবং চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে জাহেদুল সরকার (৩৬)।

আটক দুই নারী হলেন-সদর উপজেলার গোপালগঞ্জ এলাকার সোহেল রানার স্ত্রী সাথী ওরফে বন্না (২৬) এবং নয়নপুর এলাকার সাগর হোসেনের স্ত্রী রিনিতা আক্তার ওরফে ঈশিতা (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে জেলা পরিষদের ডাক বাংলোতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাক বাংলোর দ্বিতীয় তলার একটি রুম থেকে মদ, মাদক সেবনের উপকরণ, ২ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে কোতয়ালি থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে একটি মদের বোতলে ৫০০ মিলি ও অপর একটি মদের বোতলে ৩০০ মিলি তরল মাদক এবং ৫টি খালি মদের বোতল, কিছু রাং পাতা, সাদা কাগজ দিয়ে মোড়ানো ইয়াবা ট্যাবলেট সেবনের ১০টি পাইপ এবং ৭টি গ্যাস লাইট পাওয়া গেছে।

এই ঘটনায় কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক সেবন ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “আটক ২ নারী এবং ৪ পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদেরকে আজ বিকালের (০৯ আগস্ট) দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *