অন্যান্য

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় শিশুসহ নিহত ১৩

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় শিশুসহ নিহত ১৩

পশ্চিমা গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী বোমা হামলার দুটি বিশাল বিস্ফোরণে কেঁপে উঠেছে বিমানবন্দরটির একটি প্রবেশপথের ফটক। এতে ১৩ জন নিহত হয়েছে।

বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় বৃহস্পতিবার বিকেলের বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন।

প্রতিবেদনে বলা হয়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষ পর্যায়ে আফগানিস্তান থেকে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আত্মঘাতী বোমা হামলার কারণে বিস্ফোরণ হয় বলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে বিস্ফোরণে আহতদের।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়।

কিরবি টুইটবার্তায় বলেন, ‘কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’ বিস্ফোরণে কতজন হতাহত হয়েছেন, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা-প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে।

ওই সব প্রতিবেদনে বলা হয় পশ্চিমা সেনাদের কেউ সেখানে অবস্থান করছিলেন না বলে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়নি ঐ বিস্ফোরণে।

আরও সংবাদঃ কাবুল বিমানবন্দরে বোমা হামলায় শিশুসহ নিহত ১৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *