কক্সবাজার সদর হাসপাতালে টি.কে গ্রুপের ভেন্টিলেটর প্রদান

এহসান আল কুতুবী, কক্সবাজার: কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভেন্টিলেটর দিয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান টি.কে গ্রুপ।

রাউজান উপজেলা চেয়ারম্যানের অনুরোধে ও করোনায় কক্সবাজারবাসীর সার্বিক চিকিৎসা সেবার কথা চিন্তা করে ভেন্টিলেটরটি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় হিলটপ সার্কিট হাউসে টি.কে গ্রুপের একটি প্রতিনিধি দল ভেন্টিলেটরটি জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে হস্তান্তর করেছেন।

এ সময় জেলা প্রশাসক রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের ভূয়সী প্রশংসা করে এমন একটি মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ইতোমধ্যে আইসিইউ, এইচডিও’র ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদের ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন ক্যানোলার অভাব এখনো পূর্ণ হয়নি। এই ভেন্টিলেটরটি সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এমন মহতী উদ্যোগের জন্য শিল্প প্রতিষ্ঠান টি.কে গ্রুপ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছি। তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা দেশকে করোনামুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে কক্সবাজারের মানুষের কথা চিন্তা করে কক্সবাজার সদর হাসপাতালে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান টি.কে গ্রুপ থেকে একটা ভেন্টিলেটর স্থাপনে সহযোগিতা করেছি।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সূত্র: Cplusbd.net

Leave a Comment