একই সময় বিএনপির ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশের ডাক ১৪৪ ধারা জারি প্রশাসনের

সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কিন্তু ১৪৪ ধারা জারির কারণে কক্সবাজারে নির্ধারিত স্থানের পরিবর্তে ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত জনসমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান বলেন, আমাদের পূর্বনির্ধারিত জনসভাস্থলে যুবলীগের কর্মসূচি দেওয়া তাদের হীনমানসিকতার বহিঃপ্রকাশ। জনসভা করতে না পেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে।

জানা যায় যে, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহরের ঈদগাহ মাঠের সামনে সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। একই সময় জেলা যুবলীগ সমাবেশের ডাক দিলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

Leave a Comment