অন্যান্য

বায়তুল মোকাররমে বাড়ছে ঈদ জামাত

করোনাভাইরাস মহামারীর মধ্যে জাতীয় ঈদগাঁহে প্রধান ঈদ জামাত হবে না; জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ছয়টি জামাত, যেখানে অন্যান্য বছর পাঁচটি জামাত হত।

মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১ অগাস্ট বাংলাদেশে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাতের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ মোতাবেক ১ আগস্ট শনিবার সারা দেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আযহা উদযাপিত হবে।

ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তবে এ বছর ছয়টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৭টা ৫০ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

সকাল ৮টা ৪৫ মিনিটে হবে ঈদের তৃতীয় জামাত। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মাওলানা ইসহাক।

চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মোকাব্বির হবেন চিফ খাদেম মো. শহীদুল্লাহ। এই জামাতটি সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পঞ্চম জামাত হবে সকাল সাড়ে ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

ষষ্ঠ ও সর্বশেষ জামাত হবে সকাল ১১টা ১০ মিনিটে। এই জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম

Source: Cplusbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *