অন্যান্য

ইউনিয়ন নির্বাচনঃ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসে ভাঙচুরের অভিযোগ

ইউনিয়ন নির্বাচনঃ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসে ভাঙচুরের অভিযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সাইফুল্লাহ দিদারের অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মিঠাছরা বাজারস্থ অফিসে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ১০/১২ জনের একটি গ্রুপ হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাইসহ ১০/১২ জনের একটি গ্রুপ মঙ্গলবার সন্ধ্যায় এসে আমার ব্যবসায়িক অফিস ভাঙচুর করে।

এ সময় তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় এবং ব্যাপক মালামাল ভাঙচুর করে।

তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মাহবুব রহমান রুহেল ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবিসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ও মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেবো।’

মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, ‘অফিস ভাঙচুরের বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও সংবাদঃ ইউনিয়ন নির্বাচনঃ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসে ভাঙচুরের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *