ফেনীতে ডাক্তার সেজে চিকিৎসা দেয়ার দায়ে মানিকুল আলম নামে একজনকে ৭ দিনের কা’রা’দন্ড ৩০ হাজার টাকা জরিমানা করে ক্লিনিকটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা শিরীনের নেতৃত্বে পরিচালিত আদালত এ রায় দেন।
জানা যায়, ফেনীতে সম্প্রতি অপ-চিকিৎসা ও ভুল চিকিৎসায় রোগী মা’রা যাওয়ার ঘটনায় জনসাধারনের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে হোয়াইট ডেন্টাল নামের একটি ক্লিনিকে অভিযান চালানো হয়।
এ সময় ক্লিনিকটিতে মানিকুল আলম নামের এক ব্যক্তি রোগী দেখছিলেন। পরে তার কাছে দাতের চিকিৎসার কোন সনদ না পাওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। একই সাথে ক্লিনিকটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়ে সিলগালা করা হয়। এর আগে শহরের ট্রাংক রোডস্থ জননী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্যাথলজিস্ট না থাকা ও ছাড় পত্রের নির্দেশনা না মানায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক রাকিনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।