ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৭ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
সূত্র জানায়, রমজানে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরর সহকারী পরিচালক সোহেল চাকমা আজ রবিবার অভিযানে বের হন। শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেঁয়াজ, রসুন, আদা বিক্রি ও মুল্য তালিকা সঠিক না থাকায় আলী ষ্টোরকে ২ হাজার, সুমন ষ্টোরকে ২ হাজার, জসিম ষ্টোরকে ১ হাজার, মজুমদার ষ্টেরকে ২ হাজার, মনির এন্ড ব্রাদাসকে ২ হাজার, মোহাম্মদ উল্যাহ সবজি বিতানকে ৫শ, কবির সবজি বিতানকে ৫শ টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।