নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাকাজী ভূঞা বাড়ীর প্রবাসীর উদ্যোগে প্রতি পরিবারকে ১০কেজি চাউল, ১লিটার তৈল, ১কেজি চনা,১কেজি লবন, ১কেজি চিড়া, ১কেজি চিনি, ১কেজি পেয়াজ, ১কেজি ডাউল, আদা কেজি মুড়ি, আদা কেজি খেজুর, ইফতার সামগ্রী বিতরন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওমর ফারুক খাঁন, কাউন্সিলর মনিরুজামান সবুজ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হক ইস্কাদার,ব্যবসায়ী মজিবুল হক (হকসাব), নুরুল আলম।
সার্বিক সহযোগিতায়, আবদুল হক (কিরণ) সিআইপি কাতার ও আমজাদ হোসেন (চয়ন) সাউথ আফ্রিকা