দাগনভূঞা

দাগনভূঞার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন

ফেনীর দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

২৯শে এপ্রিল বুধবার সন্ধ্যায় খবর পাওয়া যায় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে কোন প্রকার উপসর্গ ছাড়াই। এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম দাগনভূঞা উপজেলায় কর্মরত বাকি কর্মকর্তাদেরকেও হোম কোয়ারেন্টাইন এর নির্দেশ দেন।

উপজেলা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন কে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছে। এর আগে যিনি সকাল থেকে গভীর রাত অবধি পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছিলেন। রাতের অন্ধকারেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই ব্যক্তিকে দেখা যায় মধ্যবিত্তের জন্য খাবার পৌঁছে দিতে।

তিনি হোম কোয়ারেন্টাইন থেকে টাইমস অব ফেনীর মাধ্যমে দাগনভূঞা উপজেলা ও দাগনভূঞা পৌরসভার সর্বস্তরের জনগণের নিকট দোয়ার দরখাস্ত জানিয়েছেন। সাথে সাথে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কোয়ারেন্টাইন এ থাকলেও পৌরসভার জনসাধারণের জন্য সকল সেবা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *