দাগনভূঞা

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং দ্রব্যমূল্য মনিটরিং ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে দাগনভূঞায় ভ্রাম্যমান অাদালতের অভিযান অভ্যহত রয়েছে।

বুধবার সকালে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় রাজাপুর বাজারের দুবাই স্টোরের দোকান মালিক আমির হোসেনকে ২ হাজার মেসার্স এস এম স্টোর এর দোকান মালিক মুজিবুল হককে ২ হাজারএবং আব্দুল বারীক নামক এক দোকান মালিককে ১ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

এছাড়াও জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় রাজাপুর বাজারের মেসার্স কালাম ব্রাদার্স এর দোকান মালিক আরিফুল হাসান সাব্বিরকে ২ হাজার এবং
বৈরাগীর হাটের দীনেশ ভৌমিক নামক কাপড়ের দোকানদারকে ২ শত – টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অধিকন্তু গণজমায়েত করে আড্ডা না দেওয়ার; ঘরে নামায আদায়ের; যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *