ছাগলনাইয়া উপজেলার পৌরসভা ও পাঠাননগর ইউনিয়নে করোনা ভাইরাস আক্রান্ত দেশ ইতালি থেকে ফেরা দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি ওই দুই ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রবাসীদের বাড়িতে গিয়ে তাদেরকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। শনিবার রাতে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: শিহাব উদ্দিন।
তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই। তারা দুই জনই সুস্থ রয়েছেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ ইতিমধ্যে বহু লোক ইতালিসহ করোনা ভাইরাস আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এসেছেন। ছাগলনাইয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকায় তারা প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। অন্তত ১৪দিন নিজের ঘরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সরকারী নির্দেশনা মানছেন না তারা।
ছাগলনাইয়া থানার ওসি মো: মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ১৪দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনের শর্ত ঠিকভাবে পালন না করলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে সর্বোচ্চ তিন মাসের জেল ও ৫০হাজার টাকার শাস্তির বিধান রয়েছে।