নিজস্ব প্রতিনিধি-ঃ ফেনীতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে জেলার ৪ টি উপজেলায় থেকে ৬ জনের পঠানো নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার বিকেলে সিভিল সার্জনের বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার রাতে জেলার ৪ টি উপজেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ছাগলনাইয়া দুই জন, সোনাগাজী দুই জন, দাগনভূঞা ও সদর উপজেলায় এক জন করে রয়েছেন। পরে ছয় জনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়। শনিবার দুপুরে পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।