মঙলবার ফেনী জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিসেট্রট মো: মনিরুজ্জামান এবং ডা: শরফুদ্দিন মাহমুদ (মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস) ফেনী হাসপাতাল মোড় সংলগ্ন সোনালী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাজিস্ট্রেট ডায়াগনষ্টিক সেন্টারটি সীলগালা করেন এবং ৪০ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, ১৮/০২/২০২০ ইং তারিখ সোনালি ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় সংলগ্ন ল্যাব পরীক্ষায় অসঙ্গতি অভিযোগের কারণে মাননীয় সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের নির্দেশ ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
বিজ্ঞ ম্যাজিসেট্রট মো: মনিরুজ্জামান এবং ডা: শরফুদ্দিন মাহমুদ ,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, ফেনী মহোদয়ের উপস্থিতিতে ৪০০০০ টাকা জরিমান করেন এবং প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়। এর আগে ভুক্তভোগী সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেনের নিকট সোনালি ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় সংলগ্ন ল্যাব পরীক্ষায় অসঙ্গতি অাচরণের অভিযোগ করেন।