অন্যান্য

বহদ্দারহাট থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গ্রেফতারের পর সোমবার (১৫ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: মিরসরাইয়ের নওয়াবপুর এলাকার রনজিত বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া (২২), চান্দগাঁও ইয়াছিন হাজির বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (২৭) ও রাউজানের পথেরহাট এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইদ্রিস (৩০)।

এদের মধ্যে ইমন বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকমাস আগে হাটহাজারী থানা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন ইমন বড়ুয়া। জেল থেকে বের হয়ে ফের ছিনতাই শুরু করেন তিনি।

ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ইমন পেশাদার ছিনতাইকারী। তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

ইমন বড়ুয়া বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আবদুস সবুর হত্যা মামলার আসামি বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *