অন্যান্য

মাস্ক না পরায় চট্টগ্রামে ৪২ জনকে জরিমানা

চট্টগ্রামে বিজয় দিবসেও মাস্ক পরিধান না করায় নগরের বিভিন্ন স্থানে ৪২ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আলমগীর নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে ২১১০ টাকা, মো. উমর ফারুক লালাখান বাজার ও ওয়াসা মোড়ে অভিযান পরিচালনা করে ৭ বাস ড্রাইভারকে ৫০০ টাকা করে ৩ হাজার ৫০০ টাকা, মাস্ক না পরায় চার পথচারিকে ৮০০ টাকা এবং গালিব চৌধুরী মাস্ক না পরায় ২১ জনকে ৪২০০ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘আন্তঃনগর বাসগুলো স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে সিটের অধিক যাত্রী তুলে গাদাগাদি অবস্থা তৈরি করে যাত্রীদের ঝুঁকিতে ফেলছে। তাই ৭ জন ড্রাইভারকে ৩৫০০ টাকা জরিমানা করা হয়। তাছাড়া মাস্ক না পরায় জরিমানা অব্যাহত রাখা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *