অন্যান্য

‌‘স্বামীর কাছ থেকে পাওয়া ঈদ উপহার’

‌’‌স্বামীর কাছ থেকে পাওয়া ঈদ উপহার’—এভাবে লিখেই নিজের ভেরিফাইড ফেসবুকের টাইমলাইনে একটি মার্সিডিঞ্জ বেঞ্জ গাড়ির ছবি আপলোড করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিনে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে দারুন এই উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

করোনার কারণে এবারের ঈদের আনন্দ অনেকের জন্য একটু কমেছে ঠিকই, কিন্তু উম্মে আহমেদ শিশিরের ঈদের আনন্দ সম্ভবত খুব একটা কমেনি। প্রিয়জনের কাছ থেকে এমন উপহার পেলে ঈদের আনন্দ তো কয়েকগুণ বেড়ে যাওয়ার কথা!

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন। গত মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হতেই যুক্তরাষ্ট্রে যান তিনি। তখন স্ত্রী শিশির সন্তান সম্ভবা ছিলেন। পরবর্তীতে দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের বাবা হন সাকিব।

ফিক্সিংএর প্রস্তাব পেয়ে জুয়াড়ির তথ্য গোপন করায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রয়েছেন সাকিব। গত অক্টোবর থেকে খেলার বাইরে সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। তবে চলতি মাসেই সাকিব লন্ডনে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *