অন্যান্য

দীর্ঘদিন পর শাহ আমানত বিমানবন্দরে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

দীর্ঘদিন পর শাহ আমানত বিমানবন্দরে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার কারণে দীর্ঘদিন প্লাইট বন্ধ থাকার পর শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা। দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে।

এটা নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। তারা যাত্রী পেলে আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট অপারেট করবে। তবে এয়ার বাবল ফ্লাইট চলবে না।

করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

আরও সংবাদঃ দীর্ঘদিন পর শাহ আমানত বিমানবন্দরে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *