অন্যান্য

চট্টগ্রামে করোনা একদিনেই কেড়ে নিল ৩ জনের প্রাণ, শনাক্ত আরও ১১৪

আগেরদিন চট্টগ্রামে করোনায় কোন প্রাণহানি না হলেও ২৪ ঘণ্টার ব্যবধানে একসাথে ৩ জনের প্রাণ কেড়ে নিল করোনা। চলতি ডিসেম্বর মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একদিনে তিন জনের মৃত্যু হলো চট্টগ্রামে। একই সময়ে করোনা ধরা পড়েছে আরও ১১৪ জনের শরীরে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি মিলেছে ১৩৭ জন রোগীর।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৬১৮ জন। এদের মধ্যে ২২ হাজার ৮৪৩ জন নগরের ও ৬ হাজার ৭৭৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৫৪ জন, যাদের ২৫৩ জন নগরের এবং ১০১ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬০৮ জন।

শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের দেহে। এদের মধ্যে ৮৯ জন নগরের এবং ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি।’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৬২৩ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ১২ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ২৪ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা করানো হয়নি।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২০ জনের নমুনা পরীক্ষা করা হলেও সবগুলোতে করোনা নেগেটিভ আসে।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৫ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *