অন্যান্য

উদ্বোধনের আগেই ধসে গেল সড়ক, বিলীনের অপেক্ষায় সেতুটিও

সেতুর দুই পাশ থেকে বালু তোলায় মাটি ধসে গেছে সড়কের। যোগাযোগ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসীরা। দ্রুত মেরামত করা না হলে উদ্বোধনের আগে ধসে পড়তে পারে সেতুও।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় সরেজমিন গিয়ে দেখা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল সামারহাট এলাকায় হাতিয়ারখালের ওপর নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। ধসে যাওয়া স্থানের উভয় পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। দুই পাশ থেকে নারী পুরুষ ও শিশুরা জড়ো হয়ে ভেঙ্গে যাওয়া স্থান দেখছিলেন। যে কোন মুহূর্তে সেতুটিও ধসে যেতে পারে এমন আতংকে আছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বলেছেন, বেশ কয়েক বছর ধরে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বশির আহমদ চৌধুরী অবৈধভাবে ডলু নদী ও হাতিয়ারখাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এভাবে বালু তোলায় হাতিয়ারকুল ও মির্জাখীল এলাকায় খালের দুই পাশে বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে অনেকের ঘরবাড়ি খালে বিলীন হয়ে যায়। বালু তোলা বন্ধ করতে ও সেতু রক্ষায় এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সভা করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বালু উত্তোলনকারী বশির ও তার লোকজন। সেতুর উভয় পাশ থেকে বালু তোলায় শুক্রবার (২৪ জুলাই) সংযোগ সড়ক ধসে গেছে। খাল থেকে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ না করলে বর্ষা মৌসুমে হয়তো সেতুটিও ধসে যেতে পারে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, ‘এলাকার মানুষের জন্য অনেক কষ্ট করে সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ে হাতিয়ার খালের উপর সেতু ও মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক নির্মাণের প্রকল্পটি পেয়েছিলাম। প্রায় ৩ কোটি টাকা খরচ করে ব্রিজ ও সড়কটি নির্মাণ করা হয়েছে। এখনও উদ্বোধন হয়নি। ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধভাবে বালু তোলায় ও সড়ক নির্মাণে ঠিকাদার অনিয়ম করায় সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এসব অনিয়মের বিষয়ে প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক সেলিম চৌধুরী বলেন, ‘প্রভাব খাটিয়ে কিছু লোক খালের বিভিন্ন স্থান থেকে কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ড্রেজার দিয়ে বালু তোলায় ডলু ও হাতিয়ারখালের তীর ভেঙে অনেক মানুষের বাড়িঘরও বিলীন হয়ে যাচ্ছে।’

সেলিম আরও বলেন, ‘এতে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও দিয়েছেন তারা। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে আজ সেতুর সংযোগ সড়ক ভেঙে মাটি খালে বিলীন হয়ে গেছে।’

অবৈধভাবে বালু উত্তোলনকারী ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বশিরকে এ ব্যাপারে ফোন করা হলে তিনি বলেন, ‘আমার ইজারার মেয়াদ চলে গেছে ৬ মাস আগে। আর ব্রিজের পাশ থেকে বালু তুলবো কেন? ব্রিজের ২ হাজার ফুট দূরত্বে বালু তুলেছি।’

এদিকে সংযোগ সড়ক ধসে পড়ার খবর পেয়ে শুক্রবার স্পট পরিদর্শনে যান উপজেলা প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘আসলেই রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। খুব দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা কর‍তে ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি। ব্রিজের এই বেহাল দশার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

উপজেলা ভূমি সহকারী আল বশিরুল আলম বলেন, ‘আমরা গিয়েছি সেখানে। রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্রিজটির সড়ক ধসে গিয়ে জনগণের ভোগান্তি হচ্ছে— এটা সত্য। ব্রিজ রক্ষায় আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। বিকল্প যাতায়াতের বিষয়টাও দ্রুত হবে।’

সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার বলেন, ‘হাতিয়ারখাল সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শনিবার সকালে সড়কটি পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা করা হবে।’

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *