বিনোদন

মিমের পর মেহজাবিনের দরজায় বলিউড নির্মাতা, উত্তর পেলেন ‘না’

বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়েছেন, কেউ কেউ তাকে বোকাও ভেবেছেন। কিন্তু যে কারণে তিনি সিনেমাটি ফিরিয়ে দিয়েছেন, সেটি জানার পর সবাই তার প্রশংসা করেছেন। এবার সেই একই পথে হাঁটলেন আরেক লাক্স তারকা মেহজাবিন চৌধুরী।

জানা যায়, মিম ফিরিয়ে দেয়ার পর ‘খুফিয়া’ নামে সেই সিনেমার প্রস্তাব নিয়ে মেহজাবিনের দরজায় কড়া নাড়েন বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজ। কিন্তু বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার কারণে মেহজাবিনও তাকে ‘না’ করে দিয়েছেন। যে নির্মাতার হাত ধরে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো ব্যবসাসফল হিন্দি সিনেমা নির্মাণ হয়েছে, সেই পরিচালকের লোভনীয় প্রস্তাব একই কারণে প্রত্যাখ্যান করেছেন এই দুই লাক্স তারকা।

গণমাধ্যমে মেহজাবীন জানান, ‘গত জুলাই মাসে বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টর আমাকে হোয়াটসঅ্যাপে সিনেমাটির প্রস্তাব দেন। নিশ্চিত হওয়ার পর আমি সিনেমার গল্প সম্পর্কে জানতে চাই। বিস্তারিত জানার পর না করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে, সিনেমা হিসেবে এটা বিতর্কিত কিছু হবে। এখানে রাজনৈতিক প্রেক্ষাপটকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। জীবনের প্রথম সিনেমা নিয়েই বিতর্ক হোক, এমনটা চাইনি।’

অন্যদিকে মিম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ওই সিনেমার স্ক্রিপ্ট পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘারানার গল্প। সেখানে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।’

প্রসঙ্গত, মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি। তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবিন। আবার কেউ কেউ মনে করনে, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবিন কখনো সিনেমায় পা রাখবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

আরও সংবাদঃ মিমের পর মেহজাবিনের দরজায় বলিউড নির্মাতা, উত্তর পেলেন ‘না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *