অন্যান্য

বেতন চাইলে চাকরি যাবে ম্যাক্স হাসপাতালের কর্মীদের!

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় বিক্ষোভের পর বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়ে পরে স্বাস্থ্যকর্মীদের ডেকে এনে চাকরিচ্যূত করার হুমকি দিলো চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল ম্যাক্স। এছাড়াও পুনরায় আন্দোলনের চেষ্টা করলে পুলিশে দেওয়া হবে বলেও হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হাসপাতালের সামনে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘করোনার অজুহাত দেখিয়ে আমাদের বেতন-বোনাস দিচ্ছে না। ঝুঁকি নিয়েও রেগুলার অফিসে আসছি ডিউটি করছি। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও পাইনি তাও কাজ করে গেছি। দুইদিন বাদেই ঈদ। এখনও বেতন বোনাস দেয়নি। আমাদের কি পরিবার নাই? আর কত চুষে খাবে আমাদের! সারা মাস কত কষ্ট করে ডিউটি করি সে খেয়াল আছে কর্তৃপক্ষের। বলদের মতন খাটায় আমাদের, আমরা তো দয়া দক্ষিণা চাইনি। আমাদের পরিশ্রমের টাকা চেয়েছি তা নিয়েও টালবাহানা করছে।’

আরেক স্বাস্থ্যকর্মী বলেন, ‘এসব নিয়ে আপনাদের কিছু বললে চাকরি থেকে বাদ দিয়ে দেয়ার হুমকি দিয়েছে। যখন রাস্তায় নেমেছি পরিস্থিতি স্বাভাবিক আনতে আমাদের বেতন বোনাস দিবে বলে বলেছে। যখন সবাই মেনে নিয়েছে তখন নতুন ইস্যু শুরু করেছে!’

এ বিষয়ে মন্তব্য নিতে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ১৮ মে ম্যাক্স হাসপাতালের পাশে ন্যাশনাল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও একই কারণে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ বেতন বোনাস পরিশোধ করার আশ্বাস দিলে আন্দোলনরত কর্মীরা বিক্ষোভ থামায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *