চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল হাইওয়ে পুলিশ কর্মকর্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন মাহবুবুর রহমান (৪৬) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। একই ঘটনায় নোমান (২৮) নামে এক পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়বকুন্ড বাজার এলাকায় চট্টগ্রামমুখী আসা একটি ট্রাক দাঁড় করান এসআই মাহাবুব। সঙ্গে ছিলেন কনস্টেবল নোমান। সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান। এ সময় এসআই মাহাবুব ও নোমান দুজনই ঘটনাস্থলে আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আলাউদ্দিন বলেন, আজ (রোববার) দুপুর সোয়া একটায় বার আউলিয়া থানার সামনে এসআই মাহবুব রহমানের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর হয়েছে। তবে আহত কনস্টেবল নোমান চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসআই মাহবুব গত ৪ মাস আগে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির থেকে বদলি হয়ে বার আউলিয়া হাইওয়ে থানায় যোগদান করেন বলে জানা গেছে।

Leave a Comment