ফেনী

ফেনী শহরের নাজির রোডে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফেনী শহরের নাজির রোডে (আবু বকর সড়ক) ড্রেনের উপর নির্মিত ৮০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

আদালত সূত্র জানায়, গত সোমবারের বৃষ্টিতে ফেনী শহরের নাজির রোডসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাজির রোডে ড্রেনের উপর নির্মিত দোকান পাটের কারণে পানি সরতে বিলম্ব হওয়ায় দীর্ঘক্ষণ এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেনীর স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষের নজরে পড়ে। নাজির রোডের পশ্চিম পাশে আবু বকর সড়কে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে রেললাইনের পাশে দোকানপাটসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়। তবে অভিযান চলাকালীন সময় অবৈধ দখলদারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানজিম, রেলওয়ে জিআরপি পুলিশ, ফেনী মডেল থানার পুলিশ, আনসার সদস্য ও ফেনী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *