ফুলগাজী

কারো ছত্রছায়ায় কিশোর গ্যাং চলতে দেওয়া যাবে না-শিরীন আখতার

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, কারো ছত্রছায়ায় কিশোর গ্যাং চলতে দেয়া যাবে না। বাড়ার আগেই তাদের ধরে ফেলতে হবে। যারা অপরাধ করবে তাদের মুখের দিকে তাকিয়ে সেখানে কোন আপোষ করবেন না। আর যাদের বাচ্চারা কিশোর গ্যাং এর সাথে জড়িত তাদের মা-বাবাকেও বুঝাতে হবে। বুধবার বিকেলে ফুলগাজীর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তুষার কান্তি বৈদ্য’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লেীগের সভাপতি মো. আব্দুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এন এম নুরুজ্জামান, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী, উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈদ্য, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

অভিভাকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শিরীন আখতার বলেন, সব বাচ্চাদের মনিটরিং করতে হবে। আপনার সন্তান যেন সর্বনাশা গেম খেলায় জড়িয়ে না যায় তা খেয়াল রাখতে হবে।

সাংসদ শিরীন আখতার ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর আরএইচডি রোড সড়ক ও শনিরহাট হাজী সুজা মিয়া মজুমদার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে তিনি ফুলগাজী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ও পৈথারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *