তারেক জিয়ার নির্দেশে সিলেট যাচ্ছেন বিএনপির ২ শীর্ষ নেতা

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ করতে সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

তারা ঢাকা থেকে সড়ক পথে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন জৈন্তাপুর উপজেলার গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চবিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের সকল বন্যাকবলিত এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে।

এদিকে সাধারণ জনগণের সহযোগিতা নেবে বিএনপি বন্যার্ত মানুষের জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করতে । বৃহস্পতিবার ২৩ জুন থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে তারা।

Leave a Comment