অন্যান্য

চট্টগ্রাম মেডিকেলে শিশুরোগী চিকিৎসা পায় না, মাকেই দিতে হল ইনজেকশন

দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগীটি গত ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুই দফায় মোট ২০ দিন চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে। শ্বাসকষ্ট, কাশি ও জ্বর নিয়ে চন্দনাইশ থেকে এসে চমেকে এসে ভর্তি হওয়া ওই শিশুটিকে নিয়ে সেখানে চরম ভোগান্তিতে পড়ার অভিযোগ করছে তার মা।

গত ২৯ মার্চ থেকে দীর্ঘ ৩৪ দিন ১০ মাস বয়সী ছেলেকে নিয়ে একা চট্টগ্রাম শহরে দিনরাত সংগ্রাম করে জয়ী হয়ে বাড়ি ফেরা ওই নারী জানিয়েছেন চমেকে তার দুঃসহ ৬ দিনের অভিজ্ঞতার কথা।

প্রথম দফায় ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চমেকের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তিনি। দুই দিন পর ছেলের অবস্থার অবনতি হলে আবারও চমেকে ফিরে আসেন তিনি। এর পর ৬ দিন ছেলেকে নিয়ে চমেকে ছিলেন তিনি। এ সময় ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তরিত করা হয় তাদের। এই ৬ দিনে ছেলের কোনরকম চিকিৎসা পাননি। বরং নিদারুণ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দিনের পর দিন খারাপ ব্যবহার করে গেছে নার্সরা। এমন অভব্য আচরণ নিয়ে ডাক্তারদের কাছে অভিযোগ করলে তারাও ছিলেন নির্লিপ্ত— যেন সেটিই স্বাভাবিক।

শিশুটি করোনা পজিটিভ হওয়ার আগে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে কোনো অসুবিধায় পড়তে হয়েছিল কিনা— এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘ওখানে তো (চমেকে) আমার বাচ্চার কোন চিকিৎসাও চলতেছিল না। ওরা আমার বাচ্চার ইনজেকশনটাও আমাকে দিয়ে ফুড়াচ্ছিল। ওরা আমাকে দিয়ে স্যালাইন…ওরা আমাকে দিয়ে সব কিছু করাইছে। ওরা নিজেরা করতেছে না কিছু… নার্সেরা নার্সেরা।’

ছেলেকে নিয়ে চট্টগ্রামে একা হয়ে পড়েছিলেন জানিয়ে ওই নারী বলেন, ‘আমার ভাগনে আসছিল একটা আর আমার জা আসছিল একটা (চন্দনাইশ থেকে)। ওদেরকেও চিটাগং মেডিকেলে আমাকে কোন হেল্প করতে দিচ্ছিলো না। ওদেরকে ঢুকতে দিচ্ছে না। তারপরে ওরা চলে গেছে। তারপর আমি একা একা আমার ছেলেকে নিয়ে…।’

ওয়ার্ডের নার্সরা অসহযোগিতা তো করছিলেনই, এছাড়া প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছিল জানিয়ে তিনি বলেন, ‘ওরা আমাকে দিয়ে সব কিছু করাইছিলো। আমাকে আরও যেভাবে কথা বলছিল। যেভাবে অপমান করছিলো। আয়ারা নার্সেরা ছিল চট্টগ্রাম মেডিকেলের।’

‘ওখানে তো গ্যাসের মেশিন আছে। গ্যাস তো ওখান থেকে দেয়া হয়। আমি বাইরে থেকে গ্যাস নিয়ে গেছি। ওদেরকে বলছি আমাকে একটু গ্যাস দেন। আমার বাচ্চাকে আমি দিয়ে নেব। ওরা নিজেরা আমাকে গ্যাস দেয়নি। আমাকে লিখে দিছে। আমি বাইরে থেকে আনি। আমি নিজেই বাচ্চার গ্যাস দিছি। স্যালাইন শেষ হলে স্যালাইনের সব কিছু আমাকে করতে হইছে। ওরা যাচ্ছেও না সেখানে। বাইরে থেকে বলতেছে স্যালাইন দাও, ওষুধ এগুলো নিয়ে যাও, ইনজেকশনটা নিয়ে যাও। বাচ্চার হাতে দিয়ে দাও।’— এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

ওই নারী বলেন, ‘ওষুধ আনতে হলে আমার বাচ্চাকে একা রুমে শোয়াইয়া আমি (বাইরে থেকে) ওষুধ আনতে গেছি।’

এ সময় বাইরের দুজন তার সহযোগিতায় এগিয়ে এসেছিল জানিয়ে তিনি বলেন, ‘এটা দেখে বাইরে দুটা ছেলে বলতেছে এই মাইয়াটি অনেকভাবে কান্নাকাটি করতেছে। এর বাবুকে ওরা চিকিৎসা করতেছে না। এটা দেখে আমার থেকে সব ঠিকানা নিয়ে ওরা আমাকে রিপোর্টটা আইনা দিছিলো। রিপোর্টটা আনার পর আমি ডাক্তারকে দিছি। ডাক্তারও বলছে ঠিক আছে। একদিন পর শুনি করোনা পজিটিভ।’

চমেক হাসপাতালে এমন বিরূপ পরিস্থিতির কথা ডাক্তারদের জানিয়েছিলেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডাক্তারকে তো বলছি। ডাক্তাররা বলছে কি করবো মা। পরিস্থিতি তো এরকম। উনারা এইটা বলছেন যে।’

তবে ছেলে সুস্থ হয়ে যাওয়ায় সেসব কিছুই মনে রাখেননি জানিয়ে তিনি বলেন, ‘আমি কিছু চাই নাই। শুধু চাইছি আমার বাচ্চাটা সুস্থ হোক। যেটা যেটা বলুক না কেন আমি সেগুলা মনে রাখি নাই।’

গত ২১ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হয় দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয় শিশুটি। এরপর ২২ এপ্রিল থেকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছিল ওই রোগীর। ১০ দিনের মাথায় সুস্থ হয়ে শনিবার(২ মে) জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে শিশুটি ও তার মা। সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *