বিনোদন

একজন নায়িকা কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি কেনে: অরুণা বিশ্বাস

হাল আমলের শিল্পীদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে নায়িকা পরীমণির বোটক্লাবের বিতর্কিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। তিনি প্রশ্ন তুলেছেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটির গাড়ি-চার কোটির বাড়ি কেনে? কত টাকা ইনকাম করলে মাসে দুইবার সিঙ্গাপুর যায়?

একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে এসব কথা বলেছেন অরুণা বিশ্বাস। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, যে প্রশ্ন সাংবাদিকদের করা উচিত ছিল, যে বিষয়টি দুদকের করা উচিত ছিল সেটা আজ তাকে করতে হলো। বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক, কই শাকিব তো এমন শো অফ করতে পারে না।

নায়িকাদের পার্টি প্রসঙ্গে তিনি বলেন, আমার পার্টি মানে কিন্তু ক্লাব টেলাব না। আমার পার্টি মানে রাতে বাইরে যাওয়া না। আমার পার্টি হলো ঘরে। আমার পার্টি হলো ভাত, মাছ, পোলাও, মাংস, ঘরে আড্ডা মারা- এই পর্যন্তই। আমি ক্লাবে যাই না। আমি ক্লাব চিনিও না। হয়তো প্রফেশনাল কারণে যাই। সিনেমার কোনো প্রগ্রাম আয়োজন করা হলে যাই। কিন্তু মাথায় ক্লাব থাকে না।

অরুণা বিশ্বাস আরও বলেন, আজকে শিল্পীদের নিয়ে কথা উঠছে। কিন্তু কেন কথা উঠছে? আগে কেন কথা ওঠে নাই? একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। আমি বলছি, আমার ১০-১২টা ছবি করার পরে একটা গাড়ি কিনতে হয়েছে। তা-ও অনেক কম দামে, ঝক্কি-ঝামেলা পোহানোর পরে।

তিনি আরও বলেন, অনেকেই বলতে পারে আমি জেলাস। হ্যাঁ, আমি জেলাস। যে মেয়েকে আমি দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকতে, সেই মেয়ে যখন ক’দিন পরে ছয় তলা বাড়ির মালিক হয়ে যায়। প্রতিদিন সিঙ্গাপুরে যাচ্ছে, এই প্রশ্ন সামাজিকভাবে কারো মনে প্রশ্ন আসে না? দুদক আছে, কারো মনে প্রশ্ন আসে না? সাংবাদিকদের মনেও প্রশ্ন আসে না? তাহলে বলে নাই কেন, লিখে নাই কেন? এই দায়ভার সব শিল্পীর ওপর কেন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *