বিনোদন

আজকের দিনেই পৃথিবীতে এসেছেন জয়া আহসান

আজকের দিনেই পৃথিবীতে এসেছেন জয়া আহসান।

জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। আজ (১ জুলাই) তার জন্মদিন। তিনি অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আজকের বিশেষ এই দিনটিতে।

১৯৮৩ সালের এ দিনেই জয়া আহসান গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু নব্বইয়ের দশকে। এরপর তিনি নিজের অভিনয়গুণে ছোট পর্দা থেকে বড় পর্দায় দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।

দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার জমা হয়েছে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জয়ার ঝুলিতে। তারমধ্যে চারবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও ‘এনেছি সূর্যের হাসি’ ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হন।

প্রসঙ্গত, জয়ার রূপ ভক্তদের হৃদয়ে অনেক আগেই
দাগ কেটেছে। নেটিজেনদের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে।

কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এ জন্যই তিনি চিরসবুজ।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *