ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম মারা যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সোয়া ১২টায় বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন।শেখ নাজমুল হক সৈকত জানান, শুক্রবার (১২ জুন) থেকে শেখ আব্দুল্লাহর হাল্কা কাশি ছিল। শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে যাওয়া নিয়ে কনফিউশনে ছিলেন। পরে রাত ১০টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ এ নিয়ে সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাত ১১টা ৪৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সুত্রঃ দৈনিক পূর্বকোণ।

Leave a Comment