অন্যান্য

করোনাকে হার মানালো সাতকানিয়ার এই তিন তরুণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে আরও তিনজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় হাসপাতাল থেকে বিদায় নেয়া এই তিনজনই সাতকানিয়ার পশ্চিম ঢেমশার বাসিন্দা।

পরপর দুইটি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়ে বিদায় নেয়া এই তিনজন হলেন মো. রুমন (২৫), এনাম (২৭) ও মনির (৩১)।

গত ১৪ এপ্রিল করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর ১৬ এপ্রিল থেকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তারা। তাদের সাথে করোনা শনাক্ত হওয়া এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন রোগী এখনো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাদের একজনের সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। আরেকজনের নমুনা পরীক্ষার ফলাফল মিলতে পারে আজ।

করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ফেরা ৩ জনের মধ্যে রুমন নামে একজন বলেন, ‘দীর্ঘ ১৪ দিন লড়াই করেছি প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে। তিনবার নমুনা পরীক্ষার পর অবশেষে আল্লাহর রহমতে করোনা যুদ্ধ জয় করে আমরা তিনজন ঘরে ফিরেছি। আশাকরি অন্য দুইজনও দুই একদিনের মধ্যে ফিরে আসবেন।’

এই ১৪ দিনের সময়টা কেমন ছিল জানতে চাইলে রুমন বলেন, আমাদের এই যুদ্ধ জয় সহজ ছিল না। প্রতিটা দিন আমরা মৃ, ত্যুভয়ে ছিলাম। তার উপর সবাই আমাদের ঘৃণা করা শুরু করছিলো। যেন আমরা কোনো বড় পাপ করেছি। বাস্তবতা হচ্ছে করোনায় রোগী মরার আগে মানুষের ঘৃণা অবহেলায় কয়েকবার ম, রে।

কারো করোনা হয়েছে, তার মানে এই নয় যে সে বিশাল কোনো পাপ করে ফেলেছে। করোনা পজিটিভ হওয়ার পরে আমদের পাঁচজনকে যেদিন বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিলো আজ মনে হয় বাড়ির শেষদিন, হয়তোবা আর কোনদিন বাড়ির কারো সাথে দেখা হবেনা। আর কোন দিন বাড়ি ফেরা হবেনা। হতভাগা কাদের বলে সেদিন বুঝেছি, সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সে করে শহরে পৌঁছাতে পারিনি, খবর এলো আমাদের পাঁচজনের বাড়িঘর ভাংচুর করছে! অপরাধ হলো আমরা সবাই করোনা রোগী।’

তবে জেনারেল হাসপাতালের ডাক্তার-নার্সদের প্রতি কৃতজ্ঞতার কথা জানান রুমন। বলেন, ‘আমরা খুব আত, ঙ্ক নিয়েই হাসপাতালে আসি। এখানে আসার পর ডাক্তার নার্সরা আমাদের সাহস যুগিয়েছেন। তাদের প্রতি আমারা সারাজীবন কৃতজ্ঞ থাকবো, তারাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই যু, দ্ধে আমাদের জিতিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *