জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথাঃ ফারদিন

চিত্রনায়ক ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী আরিফা পরভীন মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে। বিভিন্ন কৌশলে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুখের সংসার ভাঙার জন্য।

তবে সম্পূর্ণ বিপরীত অবস্থান মৌসুমীর কণ্ঠে। তিনি বলেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। ও অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।’

স্ত্রীর চিত্রনায়িকা মৌসুমীর এমন মন্তব্যে ওমর সানী ফেসবুক লাইভে জানান, ‘মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাকে অসম্মান করে আমি একটি কথাও বলব না। সে কি মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলছে সেটা আমি জানি না। আমার গার্ডিয়ান হিসেবে আমার ছেলে ফারদিন এবং মেয়ে ফাইজা অবশ্যই আপনাদের সবকিছু ক্লিয়ার করবে। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি (পরিবারের মধ্যে) হোক। আমি আমার ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই।’

এ প্রসঙ্গে সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদিন এহসান গণমাধ্যমকে বলেন, আম্মু ভেবেছিলেন, বিষয়টি খুবই সামান্য, এটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক।’উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে ডিস্টার্ব করেন,‘শুধু আম্মুকে (মৌসুমী) নয়। আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন।

তিনি আরও বলেন, ‘তিনি (জায়েদ খান) আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা! তাই উনাকে নিয়ে ভাবছি না।’
উনাকে এত গুরুত্বও দিচ্ছি না। আমি বিষয়গুলো জানি, কিন্তু পাবলিকলি সব বলব না। উনাকে নিয়ে চিন্তায় পড়ব এমন না।

এ তারকাপুত্র বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে জানিয়েছেন, ‘সব ঠিক আছে। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়।নআমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি।  আমি বিয়ে করেছি, আমাদেরও মাঝে মধ্যে সমস্যা হয়। এটা তো খুবই স্বাভাবিক বিষয়। বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায় আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন।

জায়েদ খানের পক্ষে মৌসুমীর কথা বলা প্রসঙ্গে ফারদিন জানান, আম্মু কথাগুলো বলেছেন ‘এটা নিয়ে যেন এত কাদা-ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। আম্মু যদি কোথাও এমন কথা বলেন,  তবে আমি বলব, এটা ঠিক না।

আমার সাথে আম্মু কথা বলেছেন। তিনি চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *