অন্যান্য

দু’জনের প্রাণহানি ছাড়া সুষ্ঠু হয়েছে নির্বাচন, বললেন ইসি সচিব

দু’জনের প্রাণহানি ছাড়া সুষ্ঠু হয়েছে নির্বাচন, বললেন ইসি সচিব।

বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় ১৬০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সহিংসতা, অনিয়ম, গোলযোগ, বর্জন ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার দাবি করেছেন মহেশখালী ও কুতুবদিয়ার দুটি কেন্দ্রে দুজনের প্রাণহানি ছাড়া অন্যত্র নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তিনি এ দাবি করেন সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

ইসি সচিব বলেন, ‘যেসব তথ্য পেয়েছি, আমরা মনে করি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু প্রার্থী ও সমর্থক খুবই ইমোশনাল হয়ে যান। তাদের কারণে সংঘর্ষ ঘটে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে মহেশখালীতে। কুতুবদিয়ায় দুষ্কৃতকারীরা ব্যালট ছিনতাই করতে গেলে প্রিসাইডিং অফিসারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। ভোট চলাকালে নিহত দুজন হলেন—কুতুবদিয়ার আবদুল হালিম ও মহেশখালীর আবুল কালাম।’

তিনি জানান, ইউপি নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পড়েছে ইভিএমে। ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে পৌরসভায়। যেসব জায়গায় ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে, সেখানে ৬৫ শতাংশের বেশি ভোট হবে।

আরও সংবাদঃ দু’জনের প্রাণহানি ছাড়া সুষ্ঠু হয়েছে নির্বাচন, বললেন ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *